দীর্ঘদিন পর শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮ অক্টোবর, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ ভবনে ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
নির্বাচনকে সামনে রেখে সোমবার, ১৫ সেপ্টেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে, যা ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত চলবে। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জমাকৃত মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০৫৪ জন।
সমিতির মোট ১৯টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন এবং অর্থ, প্রচার, আইন, দপ্তর, ক্রীড়া, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে ১ জন করে নির্বাচিত হবেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। প্রত্যেক প্রার্থীকে অফেরতযোগ্য জমানত দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হচ্ছে।
শ্রীনগর বাজার এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র। শ্রীনগর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী লৌহজং, সিরাজদিখান ও দোহার উপজেলার মানুষ দৈনন্দিন কেনাকাটার জন্য এই বাজারের উপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে বাজারের ড্রেনেজ ব্যবস্থা, সকালে কাঁচাবাজারের আড়ৎ ও দোকানের সামনে রাস্তায় ছোট ছোট দোকান বসার কারণে সৃষ্ট যানজটসহ নানা সমস্যায় ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা এসব সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে তাদের ইশতেহার তৈরি করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আসন্ন নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের নতুন নেতৃত্ব খুঁজে পাবেন এবং বাজারের সার্বিক উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






