জনবান্ধব ও পেশাদার পুলিশিংয়ের আহ্বান পিরোজপুরের পুলিশ সুপারের

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 16, 2025 - 16:33
 0  2
জনবান্ধব ও পেশাদার পুলিশিংয়ের আহ্বান পিরোজপুরের পুলিশ সুপারের

"পুলিশ জনগণের বন্ধু, এই কথাটি শুধু মুখে বা লেখায় সীমাবদ্ধ না রেখে, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে,"— মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এমনটাই মন্তব্য করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি জেলার সকল পুলিশ সদস্যকে জনবান্ধব হওয়ার পাশাপাশি দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সঠিক দায়িত্ব পালনের মাধ্যমেই পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে ওঠে। তিনি জোর দিয়ে বলেন, "জনগণ যখন পুলিশকে সহায়তা করবে এবং নিরাপত্তা ও অপরাধ নির্মূলসহ সব বিষয়ে পুলিশের উপর নির্ভরশীল হবে, তখনই সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সহজ হবে।"

মাসিক এই কল্যাণ সভায় পুলিশ সুপার জেলার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি পুলিশ সদস্যদের নিয়মিত ছুটি, আবাসন, সুচিকিৎসা, মানসম্মত খাবার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, তিনি পুলিশ সদস্যদের নৈতিকতা ও নিয়মানুবর্তিতার ওপর জোর দিয়ে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়জিদ ইসলামের সঞ্চালনায় এই সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সভা শেষে, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার কয়েকজন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন। উপস্থিত সকল পুলিশ সদস্য এ সময় পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow