ইন্দুরকানীতে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল আহসান (৫৫) ও দক্ষিণ ভবানীপুর ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল হাওলাদার (৪০) কে পৃথক দুটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাত ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।
গ্রেপ্তারকৃত কামরুল আহসান ইব্রাহিম উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আব্দুল বারেক সিকদারের ছেলে এবং রাসেল হাওলাদার একই গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। কামরুল আহসান বর্তমানে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত আছেন।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও নাশকতামূলক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন কামরুল। অপরদিকে, রাসেল হাওলাদারের বিরুদ্ধেও সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, ডেভিট হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা পিরোজপুর জেলা কারাগারে রয়েছেন।
What's Your Reaction?






