কাউখালীতে কঁচা নদীর তীরে বিশ্ব নদী দিবস পালিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 28, 2025 - 16:59
 0  3
কাউখালীতে কঁচা নদীর তীরে বিশ্ব নদী দিবস পালিত

"এসো নদীর বন্ধু হই,নদী সংরক্ষণে ব্রতী রই" এ বক্তব্যকে সামনে রেখে  পিরোজপুরের কাউখালীতে নদীবন্ধু সমাজের উদ্যোগে  বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।

রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে কঁচা নদীর বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বরে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।।

বাংলাদেশ নদীবন্ধু সমাজের সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে দিনব্যাপী এ কর্মসূচির উদ্ভোধন করেন। 

বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেকুটিয়া সেতু পরিদর্শন করে পরে কঁচা নদীর তীরে বৃক্ষ রোপন, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও নদী সুরক্ষায়  নদী তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয় । 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা স্কাউটস এর সাধারন সম্পাদক এনায়েত কবির খান, সিনিয়র সাংবাদিক দেবদাস মজুমদার, ফারুক হোসেন, শফিকুল ইসলাম মিলন, রিয়াজ মাহমুদ মিঠু, রিয়াদ মাহমুদ সিকদার, রহিম রেজা, সুমন বেপারী, নদীবন্ধু লোকমান হোসেন, রতন  চক্রবর্তী, মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম প্রমুখ। 
পরে  নদী বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন নদীবন্ধু  মোঃ আলামিন বাকলাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক বলেন, "বিশ্ব নদী দিবসে উপকূলীয় পিরোজপুরের একটি গুরুত্ব রয়েছে। এ জেলায় কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গাসহ  অসংখ্য শাখা নদী বহমান। এসব নদী মরে গেলে এ উপকূলীয় জনজীবনে বিরুপ প্রভাব পড়বে। আমাদের এ নদীর সাথে মানুষের জীবন প্রবাহে একাকার। তাই নদীর দূষনমুক্ত করতে হবে এবং এর গতিধারা ঠিক রেখে নদীকে সূরক্ষা করতে হবে। আসুন আমরা সবাই মিলে নদীর বন্ধু হই নদী বাচাই।" শেষে নদী ও পরিবেশ  বিষয়ক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow