ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল পিকআপকে প্রাইভেটকারের ধাক্কা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Sep 28, 2025 - 13:07
 0  11
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল পিকআপকে প্রাইভেটকারের ধাক্কা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মুরগীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রবিউল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রিথিকা (২৫), নেহা (২৬), রাব্বি (২৬) ও রানা (২৭)। হতাহতরা সবাই ঢাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারের যাত্রীরা মাওয়া ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন। ভোরবেলা তাদের গাড়িটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মুরগীবাহী পিকআপকে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এর পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটিকে সরিয়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow