শ্রীনগরে যুবদলে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 28, 2025 - 19:27
 0  7
শ্রীনগরে যুবদলে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমকালো আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল শ্রীনগর স্টেডিয়ামে এসে জড়ো হয়। এরপর  উপজেলা  যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস নেতৃত্বে একটি আনন্দ র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জমজম টাওয়ারের সামনে এসে পথসভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃর্ধা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মজিবুর রহমান দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান। 

এছাড়াও শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারী,যুদলের যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদসহ বিএনপি, যুবদল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow