শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জেরে বিধবার বাড়িতে হামলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধ এবং মামলার জের ধরে এক বিধবা নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিড়াপাড়া এলাকায় এই ঘটনায় দুই নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রাহেলা বেগম বাদী হয়ে নাজির উদ্দিন বেপারীকে প্রধান আসামি করে মোট আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-৯ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাহেলা বেগমের বসতঘরের দরজা ভেঙে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র, শোকেস, আলমারি, বিদ্যুতের মিটার, ল্যাপটপ, বাথরুম এবং রান্নাঘরসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
এ সময় রাহেলা বেগম ও তার মেয়ে মীম বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলা শেষে অভিযুক্তরা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এই বিষয়ে অভিযুক্ত কবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই ঘরবাড়ি আমাদের। আমরাই রাহেলা বেগমকে থাকতে দিয়েছিলাম। তিনি আমাদের বিরুদ্ধে একাধিক মামলা করায় তাকে ওই বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে। ঘরে তাদের সামান্য কিছু মালামাল ছিল।"
ঘটনার বিষয়ে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাদীর পরিবার ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, "বাড়ির ঘর ভাঙচুর অবস্থায় দেখতে পেয়েছি। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
What's Your Reaction?






