বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফরিদপুরে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 16, 2025 - 16:18
 0  2
বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফরিদপুরে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফরিদপুর জেলা স্বর্ণ শিল্পী ইউনিয়ন দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের প্রথম দিন হিসেবে আগামীকাল বুধবার, ১৭ই সেপ্টেম্বর, শহরের নীলটুলিতে দুপুর ১২:৩০ মিনিটে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে।

উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ আগামী বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বিকেলে শিশু-কিশোরদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এলে অনুষ্ঠিত হবে মহিলাদের উলুধ্বনি প্রতিযোগিতা। সবশেষে, রাতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow