ভাঙ্গায় পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 4, 2025 - 14:22
 0  2
ভাঙ্গায় পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এক বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে। সাবেক পৌর বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে এই মিছিল বের হয়।

ঈদগাহ মাদ্রাসা চত্বর থেকে বাদ্যযন্ত্রসহকারে শুরু হওয়া মিছিলটি বিশ্বরোডসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার ঈদগাহ মাদ্রাসা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে বক্তারা নবঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটিকে অভিনন্দন জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow