নওগাঁয় সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবিতে হিন্দু মহাজোটের মানববন্ধন

জাতীয় সংসদসহ সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন এবং সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, রাজনৈতিক অংশগ্রহণ এবং মর্যাদা রক্ষায় পৃথক নির্বাচন ব্যবস্থার জোর দাবি জানান।
নওগাঁ জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুবীর দাস বলেন, “স্বাধীনতার আগ থেকে আজ পর্যন্ত হিন্দুরা রাজনৈতিক গেমপ্ল্যানের শিকার। সংখ্যালঘু কার্ড এখন বড় বড় রাজনৈতিক দলের ট্রাম্পকার্ড। আর হিন্দুরা ভোটের খেলা দেখে মার খায়, বাড়িঘর ছাড়ে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকার সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক ভোটব্যবস্থা না করে, তাহলে হিন্দু সম্প্রদায় ভবিষ্যতে কোনও নির্বাচনেই অংশ নেবে না, ভোট কেন্দ্রে যাবে না।
তিনি আরও বলেন, “ভোটের জন্য ব্যবহার আর নির্যাতনের শিকার হতে আমরা রাজি নই। প্রশাসনকে অবিলম্বে হিন্দু সম্প্রদায়ের উপর সকল ধরনের নির্যাতন, হত্যা, ধর্ষণ, মন্দির ভাঙচুর ও জমি দখলের ঘটনা কঠোরভাবে দমন করতে হবে।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি দিপু সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শয়ন কুমার অভি ও সাগর পাল, সদস্য দীপঙ্কর দীপ, তন্ময় পাল, ছাত্র মহাজোটের পরিতোষ কুমার, বিশাল প্রমুখ।
What's Your Reaction?






