মাগুরায় চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ ও সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য পার্কিং সুবিধাসম্পন্ন বিশ্রামাগার নির্মাণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ কামরুল হাসান। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পণ্য পরিবহন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, সড়কপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালকদের জন্য আধুনিক বিশ্রামাগার ও নিরাপদ পার্কিং ব্যবস্থা অত্যন্ত জরুরি। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত প্রশিক্ষণ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি মুহাম্মদ কামরুল হাসান বলেন, “সরকার সড়ক নিরাপত্তা ও চালকদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। দ্রুত চালকদের জন্য পার্কিং সুবিধা ও বিশ্রামাগার নির্মাণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি চালকদের দীর্ঘ সময় সড়কে কাটানোর বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর ও টেকসই সমাধানের উপর জোর দেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
What's Your Reaction?






