নরসিংদীর মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে স্বর্ণের ১১টিসহ অন্তত ৪২ দোকান

নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪২টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে বাজারের মুড়ি পট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে এবং সকাল ১০টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আবু রায়হান। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে মাধবদী ছাড়াও নরসিংদী ও পলাশ স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট কাজ করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণভাবে নির্বাপণ হয় সকাল ১০টায়।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডে অন্তত ৫০টির মতো দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে স্বর্ণের ১১টি দোকান, পাশাপাশি প্লাস্টিক সামগ্রী, মুদি ও ইলেকট্রনিকসের দোকানও। দোকানগুলোর বেশিরভাগই টিন ও বোর্ড দিয়ে ঘেরা ছোট আকারের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের একটি দোকানে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।” তিনি আরও জানান, “যেখানে আগুন লেগেছে, সেখানে প্রায় দুই হাজার দোকান ছিল। আমাদের হিসাব অনুযায়ী ৪২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সৌভাগ্যবশত, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।”
এ ঘটনায় ব্যবসায়ীরা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পুরনো বৈদ্যুতিক সংযোগ ও অপরিকল্পিত দোকান নির্মাণের কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন তারা।
দ্রুত তদন্ত ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
What's Your Reaction?






