নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jan 6, 2026 - 15:26
 0  7
নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে নওগাঁ সদর উপজেলার নতুন সাহাপুর ঢাকা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ডিবি পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন যোগে সান্তাহার স্টেশনে নেমে মাদকের একটি চালান নিয়ে নওগাঁ সদরের দিকে আসছে। তথ্যের সত্যতা যাচাইয়ে ডিবির একটি চৌকস আভিযানিক দল ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ সদর থানাধীন নতুন সাহাপুর ঢাকা মোড় এলাকায় অবস্থান নেয়।

সেখানে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটকে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে আসামি শরিফ মিয়া (২৫) ও একরামুল হোসেন রাসেলের (৩০) কাছে থাকা স্কুলব্যাগ থেকে স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি করে মোট চারটি পোটলায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের সহযোগী হিসেবে শরিফ উদ্দিন (৩০) নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার পতইর গ্রামের শহীদ মিয়ার ছেলে শরিফ মিয়া (২৫), কসবা থানার হরিপুর গ্রামের হারুনুর রশীদের ছেলে একরামুল হোসেন রাসেল (৩০) এবং আশুগঞ্জ থানার শফিকুর রহমানের ছেলে শরিফ উদ্দিন (৩০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদকের করাল গ্রাস দূর করতে আগামী দিনে পুলিশের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow