বিজয়নগরে ২৫ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Jan 6, 2026 - 15:23
 0  5
বিজয়নগরে ২৫ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আর্তমানবতার সেবায় শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার সিংগারবিল ইউনিয়নের চাউড়া কবি ছানাউল হক কলেজ মাঠে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

সীমান্তরক্ষী বাহিনী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি বছরজুড়েই নানামুখী জনকল্যাণমূলক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় তীব্র শীতের কষ্ট লাঘবে সরাইল ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ (সিগন্যালস্)। তিনি নিজ হাতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেন।

শীতবস্ত্র বিতরণ শেষে বেলা সাড়ে ১১টায় বিজিবি অধিনায়কের সভাপতিত্বে একই স্থানে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সীমান্তে মাদকের ভয়াবহতা, মাদক সেবনের কুফল, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং নারী ও শিশু পাচার রোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিজিবির পক্ষ থেকে এসব অপরাধ দমনে সীমান্তবর্তী জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার, সংশ্লিষ্ট বিওপি কমান্ডার, ২৫ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং চাউড়া কবি ছানাউল হক কলেজের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি জনকল্যাণে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow