আত্রাইয়ে ১১ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 23, 2025 - 19:41
Apr 23, 2025 - 19:41
 0  83
আত্রাইয়ে ১১ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) উপজেলার ভরতেতুলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরে বিকেলেই দণ্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামাল হোসেন জানান, ভরতেতুলিয়ার সেভেনস্টার এলাকায় নিয়মিত মাদকের আড্ডা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় যুবসমাজের সহায়তায় ১১ জন মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৭(১) ধারা অনুযায়ী হেরোইন ও গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভরতেতুলিয়া গ্রামের ইমতিয়াজ হোসেনের ছেলে ইফতেখার আলী বিলাস (২৯), এক বছর; মৃত মোসলেম উদ্দীনের ছেলে আব্দুস সালাম (৪২), তিন মাস; কচুয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাজু (৩০), তিন মাস; ভরতেতুলিয়ার নূরল ইসলামের ছেলে বাবু খন্দকার (৪৫), তিন মাস; একই গ্রামের আব্দুল মালেকের ছেলে রাজিব (২৮), ছয় মাস; আব্দুর রাজ্জাকের ছেলে কাওছার প্রামানিক (২২), ছয় মাস; আব্দুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (৩৬), ছয় মাস; মহেন্দ্র হাওলাদারের ছেলে ঝুন্টু হাওলাদার (৩২), ছয় মাস; মোজাফ্ফর হোসেনের ছেলে জনি প্রামানিক (২৭), ছয় মাস; ফজলুর রহমানের ছেলে আব্দুর রহমান সরদার (৩৩), ছয় মাস এবং নূরল হকের ছেলে বাচ্চু (৩৭), তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, আদালতের নির্দেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের বিকেলেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow