হাড়কাঁপানো শীতে সাদিয়ার জলকেলি

বিনোদন ডেস্কঃ
Jan 6, 2026 - 15:31
 0  3
হাড়কাঁপানো শীতে সাদিয়ার জলকেলি
ছবি : সংগৃহীত

চারদিকে যখন হাড়কাঁপানো শীতের দাপট, তখন অভিনেত্রী সাদিয়া আয়মান যেন হাঁটলেন উল্টো পথে। শীতের জড়তা ভেঙে তিনি মেতে উঠলেন জলকেলিতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সুইমিংপুলে সময় কাটানোর একগুচ্ছ ছবি প্রকাশ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

সদ্যই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলোতে সাদিয়াকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। ধারণা করা হচ্ছে, কোনো এক সি-ভিউ হোটেলের সুইমিংপুলে মুহূর্তগুলো উপভোগ করছেন তিনি। পরনে গোলাপি টি-শার্ট আর চোখে রোদচশমা-পেছনে নীল আকাশ আর স্বচ্ছ জলের আবহে তাঁর সৌন্দর্য যেন পেয়েছে ভিন্ন এক মাত্রা।

তবে ছবির জৌলুসের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে সাদিয়ার দেওয়া ক্যাপশন। ছবিগুলোর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন এক রহস্যময় বাক্য-‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!’ ভক্তরা এখন অভিনেত্রীর সেই ‘শীতল’ হৃদয়ের গূঢ় রহস্য উদ্ধারে ব্যস্ত।

তীব্র শীতের আমেজে এমন জলকেলির দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে ভিড় জমিয়েছেন অনুরাগীরা। সাদিয়ার রূপের প্রশংসা করে এক ভক্ত রসিকতা করে লিখেছেন, ‘তোমার রূপে শীত পালিয়েছে!’ অন্যদিকে কনকনে ঠান্ডায় সুইমিংপুলে নামা দেখে সন্দিহান হয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘এটা কি তবে গরমের সময়ের তোলা ছবি?’

এর আগে লাল বেনারসিতে রাজকীয় ব্রাইডাল সাজে ভক্তদের চমকে দিয়েছিলেন সাদিয়া। তবে কেবল রূপের দ্যুতি নয়, অভিনয়গুণেও তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও এখন বড় পর্দাতেও তিনি বেশ পরিচিত মুখ।

উল্লেখ্য, ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া গত বছর ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকেও তাঁর সাবলীল অভিনয় প্রশংসিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow