রাণীনগরে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে স্বপন শেখ (২১) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, স্বপন শেখ মাদক মামলার পলাতক আসামি হিসেবে আদালতের পরোয়ানাভুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে স্বপন শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার স্বপন শেখের বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় নিয়মিত প্রক্রিয়ায় তাকে আদালতে হাজির করা হয়েছে।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ