রাণীনগরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার কল্যাণ কর্মীরা। বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবারকল্যাণ সহকারীদের যৌথ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে পরিবার কল্যাণ কর্মীরা ন্যায্য দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। কর্মবিরতির কারণে দিনব্যাপী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সেবা কার্যক্রম বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা।
পূর্বঘোষিত এ কর্মসূচিতে উপজেলার সকল পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মেহেদী হাসান, পরিদর্শক প্রশান্ত চন্দ্র পাল, পরিবার কল্যাণ সহকারী শাহিনুর বানু এবং পরিবারকল্যাণ পরিদর্শিকা রেবা রানী সাহা প্রমুখ।
বক্তারা বলেন, পরিবার কল্যাণ কর্মীরা দীর্ঘদিন ধরে প্রসূতি সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি সহযোগিতা, টিকাদান কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন। অথচ মাঠ পর্যায়ের এসব কর্মীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি থেকে বঞ্চিত। ফলে বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতি ও অন্যান্য চাকরিগত সুবিধা থেকেও পিছিয়ে রয়েছেন তারা। তাদের দাবি মোটেও অযৌক্তিক নয়—এটি জীবিকার মৌলিক অধিকার।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা এসোসিয়েশনের সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “ইতোপূর্বে আমরা মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানা কর্মসূচি পালন করেছি। তারপরও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। এটি আমাদের মৌলিক দাবি। আমরা চাই দ্রুত নিয়োগবিধি কার্যকর হোক।”
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ