রাণীনগরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
May 2, 2025 - 09:17
 0  9
রাণীনগরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

নওগাঁর রাণীনগর উপজেলায় বৃহস্পতিবার (১ মে) যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।

সকালে উপজেলা প্রশাসন ও থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বরেন্দ্র গেটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক। সভায় প্রধান অতিথি ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

র‌্যালি ও সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেনসহ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অন্যদিকে রাণীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সকাল ১১টায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোফাজ্জল হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাছির উদ্দিন, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম হোসেন, উপজেলা ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন ও সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow