নওগাঁর আত্রাইয়ে বিএনপির বিশাল বিজয় র‍্যালি

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 5, 2025 - 15:16
 0  7
নওগাঁর আত্রাইয়ে বিএনপির বিশাল বিজয় র‍্যালি

একদিকে শোক, অন্যদিকে বিজয়ের উল্লাস—এই দুই অনুভূতিকে সঙ্গী করে নওগাঁর আত্রাইয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়।

এদিন বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র‍্যালিটি উপজেলা পরিষদ গেটে পৌঁছালে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে জুলাই-আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এই গণঅভ্যুত্থানকে জনগণের বিজয় হিসেবে আখ্যায়িত করেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম রওশন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক ও কামরুল হাসান সাগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

র‍্যালি ও পথসভায় উপজেলা কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি এই কর্মসূচিকে এক বিশাল শোডাউনে পরিণত করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow