রোয়াংছড়িতে পশু পালনের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 16, 2025 - 15:57
 0  7
রোয়াংছড়িতে পশু পালনের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প উপকারভোগীদের জন্য পশু পালনের উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার সোয়ানলু পাড়া প্রকল্প অফিসে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ কম্প্যাশন ইন্টারন্যাশনালের অংশীদারিত্বে, কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এর সহযোগিতায় এবং পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় রোয়াংছড়ি বিডি-০৫০৩ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মাশৈচিং মারমা। এছাড়াও প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন জিং হাইউ বম, ভাননেথ থাং বম, পাটন বুইতিং এবং হ্লাছোহ্রী মারমা।

প্রশিক্ষণ কর্মশালায় সমাজকর্মী রামসাময় বম এবং রোসনি বমও উপস্থিত ছিলেন। অর্ধশতাধিক প্রকল্প উপকারভোগী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পশু পালনের বিভিন্ন কৌশল ও আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow