কাপ্তাইয়ে ইয়ুথ গ্রুপ ফাউন্ডেশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাঙামাটির কাপ্তাইয়ে ইয়ুথ গ্রুপ ফাউন্ডেশনের উদ্যোগে “পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (CCHP) প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে CCHP এবং মানবিক সহায়তাদাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড—জার্মানি। বহু বছর ধরে CCHP কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলায় স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সি.সি.এইচ.পি-সিএইচ.সি’র কর্মকর্তা ওয়াংসুইনু মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সি.সি.এইচ.পি প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
প্রধান অতিথি মোহাম্মদ হোসেন বলেন, “পরিবেশ রক্ষা কেবল সরকারের একার দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত কর্তব্য। তরুণ সমাজ যদি এখন থেকেই সচেতন হয়, তাহলে ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ অনেকাংশে হ্রাস করা সম্ভব।”
মূল আলোচক বিজয় মারমা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সবচেয়ে বেশি পড়ে আমাদের গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে। তাই যুবসমাজকে দুর্যোগ প্রস্তুতি ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে ডা. প্রবীর খিয়াং বলেন, “পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলা একে অপরের পরিপূরক। গাছ লাগানো, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
এছাড়াও পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন সি.সি.এইচ.পি-সিএইচ.সি ফাইন্যান্স ম্যানেজার মি. সন্তোষ বোস। বক্তারা পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন প্রস্তুতি ও সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এই কর্মশালায় কাপ্তাই ও আশপাশ এলাকার বিভিন্ন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসাং মারমা (CHDF), উসংবাই মারমা (CHDF), সাফ এল আং পাংকুয়া (CHDF) এবং উপজেলা যৌথ লিডার মো. রাব্বি প্রমুখ।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ