শ্রীনগরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

স্বামীর নির্যাতনে সাথী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী পাভেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল সাড়ে ৮ টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐ গৃহবধুর মৃত্যু হয়।
নিহত গৃহবধু উপজেলার শ্যামসিদ্ধি মঠবাড়ী এলাকার মৃত নুর জামালের মেয়ে। সে মেয়ে মীম (১০) ও ছেলে আরাফাত (৪) এর জননী।
স্থানীয় সুত্রে জানা যায়, ১২ বছর পূর্বে সাথীকে উপজেলার নাগরভাগ গ্রামের হামিদের ছেলে পাভেলের সাথে বিয়ে দেয়। দাম্পত্য জীবনে তাদের মীম নামে ১০ বছরের একটি মেয়ে ও আরাফাত নামে ৪ বছরের একটি ছেলের জন্ম হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ীর লোকজন সাথীকে পারিবারিক বিষয় নিয়ে নির্যাতন করে আসছে। এ নিয়ে মামলা মোকদ্দমাসহ স্থানীয় ভাবে একাধিকবার শালিশ মীমাংসা হয়।
গতকাল সোমবার সাথী স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে এসে জানায় তার স্বামী তাকে মারধর করেছে। মঙ্গলবার সকা়লে সাথীকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
নিহতের মা রাহেলা বেগম জানান, গতকালকে সাথী আমার বাড়ীতে এসে জানায় তার স্বামী পাভেল তাকে মারপিট করেছে। তখন সাথীর চোখের নিচে আঘাতের চিহ্ন দেখতে পাই। আজ সকালে সাথী অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করার পর আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে তার স্বামী দীর্ঘদিন ধরে নির্যাতন করার কারণে তার মৃত্যু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিছুর রহমান বলেন, আমরা গৃহবধুর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে যেভাবে লিখিত অভিযোগ দেয়া হবে। সে আলোকে ব্যবস্থা গ্রহন করা হবে।
What's Your Reaction?






