মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে নিহত ১

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Nov 10, 2025 - 13:36
 0  8
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে নিহত ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির চরডুমুরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমরান খাঁ (২৮)।

সোমবার (১০ নভেম্বর) ভোর পাঁচটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অবস্থায় ইমরান খাঁকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরিফ মীরের স্বজনরা জানান, ভোরের দিকে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে আরিফ মীর ঘটনাস্থলেই নিহত হন এবং ইমরান গুলিবিদ্ধ হন। তাঁদের অভিযোগ, জাহাঙ্গীর ও ইউসুফ নামের দুই ব্যক্তির নেতৃত্বে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবীর বলেন, ‘এটি কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং মোল্লাকান্দি এলাকায় দীর্ঘদিনের বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি অভিযান চলছে।’

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, সকাল পৌনে ৮টার দিকে আরিফ মীর ও ইমরান খাঁকে হাসপাতালে আনা হয়। আরিফ মীরকে মৃত অবস্থায় আনা হয়, আর ইমরান খাঁর উরুতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow