নুরের দলে হিরো আলম, দুই আসনে নির্বাচনে প্রার্থী

নিজস্ব প্রতিবেদকঃ
Nov 10, 2025 - 13:21
 0  4
নুরের দলে হিরো আলম, দুই আসনে নির্বাচনে প্রার্থী

বিনোদন জগৎ থেকে উঠে এসে নানা সময় আলোচনায় থাকা আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তবে এবার তিনি স্বতন্ত্র নয়, বরং রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জানা গেছে, হিরো আলম গণঅধিকার পরিষদ এর প্রার্থী হয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন।

রবিবার (৯ নভেম্বর) রাতে গণমাধ্যমকে হিরো আলম বলেন, “সময় হলে সব কিছু জানাব। আপাতত বলতে পারি, এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, রাজনৈতিক দলের প্রার্থী হিসেবেই অংশ নেব।”

সূত্র জানায়, হিরো আলম ও গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর এর মধ্যে এরই মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। সবকিছু ঠিক থাকলে দলীয় মনোনয়নেই তার প্রার্থিতা ঘোষণা করা হবে।

হিরো আলম জানিয়েছেন, তিনি দুটি আসন থেকে প্রার্থী হবেন— ঢাকা-১৭ ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)।

ঢাকা-১৭ আসনে তার প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থের সঙ্গে, আর বগুড়া-৪ আসনে মাঠে নামবেন বিএনপির মোশারফ হোসেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উভয় আসনেই একাধিক শক্তিশালী রাজনৈতিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় প্রতিযোগিতা হবে বেশ জমজমাট। হিরো আলমের অংশগ্রহণ এতে নতুন মাত্রা যোগ করবে বলেও তারা মনে করছেন।

সম্প্রতি গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সক্রিয় রাজনৈতিক বক্তব্যের কারণে হিরো আলমের রাজনীতিতে যোগদানের জল্পনা তুঙ্গে ছিল। এবার সেই জল্পনাই সত্যি হতে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow