তাসনিম জারার মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্কঃ
Jan 3, 2026 - 14:23
 0  2
তাসনিম জারার মনোনয়ন বাতিল
ছবি : সংগৃহিত

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারার প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ইসি এ সিদ্ধান্ত জানায়। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা।

ইসি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসনিম জারা জানান, তিনি ইতিমধ্যেই আপিল প্রক্রিয়া শুরু করেছেন।

মনোনয়নপত্র বাতিলের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের মোট ভোটারের ১ শতাংশের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। তিনি নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষরই জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ের সময় কমিশন দৈবচয়নের (র‍্যান্ডম স্যাম্পলিং) মাধ্যমে ১০ জন স্বাক্ষরকারীর তথ্য খতিয়ে দেখে। এর মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেলেও বাকি ২ জন অন্য এলাকার ভোটার বলে শনাক্ত হন। এই অসঙ্গতির কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ওই দুই ভোটারের বিষয়ে তাসনিম জারা আরও স্পষ্ট করে বলেন, "যাদের তথ্য ভুল এসেছে, তাদের মধ্যে একজন জানতেনই না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অন্যজনের ক্ষেত্রে, তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের (এসআইডি) হার্ডকপিতে ঠিকানা অনুযায়ী তিনি এই আসনেরই ভোটার। কিন্তু নির্বাচন কমিশনের সার্ভারে থাকা তথ্যের সঙ্গে তা না মেলায় তাকে অন্য এলাকার ভোটার হিসেবে গণ্য করা হয়েছে।"

এর আগে, গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছিলেন, "আমরা পেরেছি (উই হ্যাভ মেইড ইট)।"

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তাসনিম জারা। গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে তিনি লিখেছিলেন, "আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে আমি আমার এলাকার মানুষ ও দেশের সেবা করতে চাই।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow