মুস্তাফিজকে বাদ দিতে কেকেআরের প্রতি নির্দেশ দিল ভারতীয় বোর্ড

খেলা ডেস্কঃ
Jan 3, 2026 - 14:18
 0  2
মুস্তাফিজকে বাদ দিতে কেকেআরের প্রতি নির্দেশ দিল ভারতীয় বোর্ড

আইপিএল ২০২৬ মৌসুম শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কঠোর নির্দেশনায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে হচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে মুস্তাফিজের বিকল্প খেলোয়াড় দলে নেওয়ারও অনুমতি দিয়েছে বোর্ড।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে অবমুক্ত করতে। ফ্র্যাঞ্চাইজি যদি তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই পূর্ণ অনুমতি প্রদান করবে।’’

আইপিএলের গত নিলামে বড় অঙ্কের বাজি ধরেই ‘দ্য ফিজ’কে দলে ভিড়িয়েছিল কলকাতা। ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে এই অভিজ্ঞ বাঁহাতি পেসারকে দলে নিয়েছিল তারা। তবে মুস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে ভারতে শুরু থেকেই রাজনৈতিক বিতর্ক দানা বাঁধতে থাকে। ধারণা করা হচ্ছে, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ ও প্রবল আপত্তির মুখেই শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ক্রীড়াঙ্গনে রাজনৈতিক ও কূটনৈতিক বৈরিতার প্রভাব পড়ার ঘটনা ভারতীয় উপমহাদেশে নতুন নয়। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে সেই পুরনো নজিরই যেন আবার সামনে এল। বোর্ডের এই বাংলাদেশবিরোধী অবস্থানের ফলে এটি অনেকটাই নিশ্চিত যে, আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতার বেগুনি জার্সিতে আর দেখা যাবে না মুস্তাফিজকে।

মুস্তাফিজের মতো একজন অভিজ্ঞ ও কার্যকর পেসারকে হারিয়ে এখন নতুন করে দল সাজানোর পরিকল্পনায় নামতে হবে কেকেআরকে। আসন্ন মৌসুমের আগে মুস্তাফিজের জায়গায় সমমানের কোনো বিকল্প খুঁজে বের করাই এখন দলটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow