কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

খেলা ডেস্কঃ
Dec 27, 2025 - 17:13
 0  4
কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ ও প্রখ্যাত কোচ মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেট মাঠই ছিল তাঁর ধ্যান-জ্ঞান, আর সেই মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের আগে ওয়ার্ম-আপ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকা ক্যাপিটালসের এই সহকারী কোচ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

ঘটনাটি ঘটে বিপিএলের আসরে আজ দিনের প্রথম ম্যাচে। রাজশাহীর বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল ঢাকা ক্যাপিটালস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকার অধিনায়ক। ম্যাচের ঠিক আগমুহূর্তে খেলোয়াড়দের সঙ্গে ওয়ার্ম-আপ করছিলেন মাহবুব আলী জাকি। হঠাৎই তিনি অসুস্থ বোধ করেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মাঠেই তাঁকে সিপিআর (CPR) দেওয়া হয় এবং কালবিলম্ব না করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মৃত্যুবরণ করেন।

প্রিয় কোচের এই অকাল বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনসহ জাতীয় দলের তারকারা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কোচের ছবি পোস্ট করে লিখেছেন, এই খবরে তিনি গভীরভাবে মর্মাহত। ছোটবেলা থেকেই জাকিকে চিনতেন এবং তাঁর সাথে আলাপচারিতার মধুর স্মৃতি সাকিবের মনে গেঁথে আছে। সাকিবের মতে, একজন পেশাদার হিসেবে কোচের শেষ মুহূর্তগুলো ছিল তাঁর প্রিয় ক্রিকেট মাঠেই। ঘটনার প্রত্যক্ষদর্শী পেসার তাসকিন আহমেদ জানান, ম্যাচের ঠিক আগে খেলোয়াড়দের সাথে ওয়ার্ম-আপ করার সময়ই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাসকিন মরহুমের আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সাথে জাকির ছিল গভীর সখ্য, যা তাঁদের শোকবার্তায় ফুটে উঠেছে। পেসার শরিফুল ইসলাম খবরটি শুনে বিশ্বাসই করতে পারছেন না যে তাঁর প্রিয় স্যার আর নেই। তিনি স্মরণ করেছেন অনূর্ধ্ব-১৯ সময় থেকে জাকির হাত ধরে শেখা এবং বিশ্বকাপ জয়ের স্মৃতি। মাত্র পরশু দিনও প্র্যাকটিসে কোচের সাথে হাসি-আড্ডার কথা মনে করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে সুদূর অস্ট্রেলিয়া থেকে বিগ ব্যাশ খেলতে যাওয়া লেগস্পিনার রিশাদ হোসেনও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, তৎকালীন অনূর্ধ্ব-১৯ দলের সাথে স্যারের ভালোবাসার এক আলাদা জায়গা ছিল। এছাড়া জাতীয় দলের পেসার রুবেল হোসেন এই মৃত্যুকে হৃদয়বিদারক উল্লেখ করে লিখেছেন, মৃত্যু কতটা সত্য ও অনিবার্য তা এই ঘটনায় আবারও প্রমাণিত হলো।

নিবেদিতপ্রাণ এই ক্রিকেট কোচের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে দেশের সর্বস্তরের ক্রিকেটপ্রেমীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow