অ্যাশেজের মাঝেই আইপিএল নিলামে যেতে চান ভেট্টরি, দ্বিধায় ক্রিকেট অস্ট্রেলিয়া

খেলা ডেস্কঃ
Dec 11, 2025 - 14:50
 0  4
অ্যাশেজের মাঝেই আইপিএল নিলামে যেতে চান ভেট্টরি, দ্বিধায় ক্রিকেট অস্ট্রেলিয়া
অ্যাশেজের মাঝপথে আইপিএল নিলামে অংশ নিতে পারেন ড্যানিয়েল ভেট্টরি। ছবি: ক্রিকইনফো

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম। তার আগেই দলগুলো খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার কাজ সম্পন্ন করেছে। তবে নিলামকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকার কথা ভেট্টরির। কিন্তু ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, অ্যাশেজ চলাকালীনই তিনি আইপিএল নিলামে অংশ নিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে অনুমতি চেয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সিএ–র এক মুখপাত্র জানিয়েছেন, ভেট্টরিকে আবুধাবি যাওয়ার অনুমতি দেওয়ার ব্যাপারে বোর্ড ইতিবাচক। আইপিএলে ভেট্টরি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে পাঞ্জাব কিংসের প্রতিনিধি হিসেবে নিলামে থাকতে পারেন শ্রেয়াস আইয়ার। আগের আসরে তার নেতৃত্বে রানার্সআপ হয়েছিল দলটি, এবারও তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে প্রধান কোচ রিকি পন্টিং নিলামে থাকবেন কি না, তা অনিশ্চিত। অ্যাশেজে ধারাভাষ্যের দায়িত্ব থাকায় ১৬ ডিসেম্বর আবুধাবি গিয়ে পরদিন অ্যাডিলেডে ফেরার বিষয়টি তার জন্য শারীরিকভাবে কষ্টকর হতে পারে। যদিও ধারাভাষ্যকারের দায়িত্ব নিলাম অংশগ্রহণের পথে বাধা নয়।

ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে থাকা বাজেট যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। পাঞ্জাব কিংসের হাতে রয়েছে ১১ কোটি ৫০ লাখ রুপি, যার মাধ্যমে তারা সর্বোচ্চ চারজন ক্রিকেটার কিনতে পারবে, যার দুটি থাকতে হবে বিদেশি। কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি ৫৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নিলামে অংশ নিচ্ছে, তারা কিনতে পারবে ১৩ ক্রিকেটার। সবচেয়ে কম বাজেট রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের—মাত্র ২ কোটি ৫০ লাখ রুপি। তারা ২ কোটি ৭৫ লাখ রুপি ব্যয় করে পাঁচজন ক্রিকেটার দলে নিতে পারবে। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে ছেড়ে দেওয়ায় চেন্নাই সুপার কিংসের হাতে এখন ৪৩ কোটি ৪০ লাখ রুপি, যা দিয়ে তারা নয়জন ক্রিকেটার নিতে পারবে। জাদেজা ও কারানকে ইতোমধ্যে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।

এবারের নিলামের জন্য ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার নিবন্ধন করলেও তালিকা সংক্ষিপ্ত করে শেষ পর্যন্ত ৩৫০ জনকে রাখা হয়েছে। এর মধ্যে ভারতীয় ২৪০ জন ও বিদেশি ১১০ জন। সর্বোচ্চ দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৯ ক্রিকেটার। ১ কোটি ২৫ লাখ রুপির তালিকায় ৪ জন, ১ কোটি রুপির তালিকায় ১৭ জন এবং ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৪২ জন। সবচেয়ে বড় তালিকা ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যের, যেখানে রয়েছে ২২৭ ক্রিকেটার।

এর আগে আইপিএল নিলামে অংশ নিতে অস্ট্রেলিয়ার কাছ থেকে ছুটি নেওয়া ভেট্টরির জন্য নতুন নয়। গত বছরও জেদ্দায় নিলামে অংশ নিয়েছিলেন তিনি। সে সময়ও তিনি বোর্ডার–গাভাস্কার ট্রফির দায়িত্বে ছিলেন, যেখানে ভারতকে ৩–১ ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow