আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, আনন্দে মেতে উঠল বাংলাদেশের ক্রিকেট

খেলা ডেস্কঃ
Dec 17, 2025 - 12:26
 0  3
আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, আনন্দে মেতে উঠল বাংলাদেশের ক্রিকেট
ছবি : সংগৃহীত

আইপিএলের মিনি নিলাম থেকে বাংলাদেশের ক্রিকেটে এলো বড় সুখবর। ৯ কোটি ২০ লাখ রুপিতে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার এর আগে কখনোই এত বড় অঙ্কে বিক্রি হননি। এই অর্জন দেশের ক্রিকেটে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

খবরটি শোনার পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উচ্ছ্বাস লুকাতে পারেননি। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত বিজয় দিবসের প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হলে তিনি বলেন,
‘শুনলাম, খুবই খুশি। সত্যি বলতে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। এমন খবর মানুষের সামনে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, ততই ভালো।’

সাংবাদিকদের এক রসিক প্রশ্নে—মোস্তাফিজের কাছ থেকে ‘ট্রিট’ নেবেন কি না—হাসিমুখে নাজমুল বলেন,
‘চেষ্টা করব নেওয়ার। করাবে কি না, সেটা নিয়ে অবশ্য সংশয় আছে!’

এর আগে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজকে পেতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দরকষাকষিতে নামে কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত দুই ফ্র্যাঞ্চাইজিকে টপকে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর।

দলে নেওয়ার পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোস্তাফিজের একটি ভিডিওবার্তাও প্রকাশ করেছে কলকাতা। সেখানে তিনি বলেন,
‘হাই কেকেআর ভক্তরা। আমি মোস্তাফিজুর রহমান। কেকেআরের অংশ হতে পেরে আমি খুবই খুশি। শিগগিরই দেখা হবে।’

আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় থাকা বাংলাদেশের আরেক ফাস্ট বোলার নাহিদ রানার নাম অবশ্য নিলামে ওঠেনি। তবে মোস্তাফিজের এই সাফল্যে খুশি নাহিদ বলেন,
‘আমরা যখন ব্যাটিং করছিলাম, তখনই খবরটা শুনেছি। শুনে অনেক ভালো লেগেছে।’
নিজের আইপিএলে খেলার ইচ্ছার কথাও জানান তিনি—‘হ্যাঁ, ইচ্ছা আছে। সামনে দেখা যাক।’

বাংলাদেশ দলের আরেক পেসার হাসান মাহমুদও মোস্তাফিজের এই অর্জনকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন,
‘আমাদের জাতীয় দলের একজন খেলোয়াড় আইপিএলে এত বড় অঙ্কে খেলবে—এটা খুবই আনন্দের। এটা অন্যদের জন্যও বড় প্রেরণা।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের আরও সুযোগ আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মোস্তাফিজের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন,
‘মোস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলবে—বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ। অভিনন্দন ফিজ। বর্তমান ফর্মে ওর কাছ থেকে দারুণ কিছুই আশা করা যায়, ইনশা আল্লাহ।’

বাংলাদেশ দলের সাবেক পেসার রবিউল ইসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন,
‘আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ায় মোস্তাফিজকে হৃদয় নিংড়ানো অভিনন্দন।’

সব মিলিয়ে মোস্তাফিজুর রহমানের এই রেকর্ড গড়া দলবদল শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও সম্ভাবনার আরেকটি শক্ত বার্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow