সালথায় পুলিশের ওপর কৃষক লীগ নেতার হামলা, অভিযুক্ত আটক

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Dec 17, 2025 - 00:30
 0  3
সালথায় পুলিশের ওপর কৃষক লীগ নেতার হামলা, অভিযুক্ত আটক

ফরিদপুরের সালথা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক কৃষক লীগ নেতার হামলায় থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত কৃষক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম খোরশেদ খান (৪৫)। তিনি গট্টি ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি এবং ওই এলাকার উচমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুলদিয়া মোড় এলাকায় একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় খোরশেদ খান গ্রেপ্তারে বাধা দেন এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পুলিশের ওপর শারীরিকভাবে হামলা চালান। এতে সালথা থানার এএসআই মুকুল আহত হন।

আহত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে খোরশেদ খান পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। এতে আমাদের একজন কর্মকর্তা আহত হয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow