বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনায় জামায়াতের বহিষ্কৃত ও এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jan 3, 2026 - 14:09
 0  18
বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনায় জামায়াতের বহিষ্কৃত ও এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

‎এবি পার্টির চেয়ারম্যান ও একসময় জামায়াত কেন্দ্রীয় পদ থেকে বহিষ্কার হওয়া কেন্দ্রীয় নেতা জনাব মজিবুর রহমান মঞ্জু এক বিস্ফোরক মন্তব্য করে এখন আলোচনা সমালোচনার ঝড় তুলেছেন।

‎ফেনি-২ আসনে জামায়াত সমর্থিত ১১দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জু এবং জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্বঘোষিত ফেনী-২ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি, গতকাল জনাব মজিবুর রহমান মঞ্জু এক নির্বাচনী ঘরোয়া বৈঠক বলেন ওনারাতো (জামায়াত) ভুল করেছেন, প্রার্থী মনোনয়ন জমা দেয়নি, এখন যদি বলি- আমি নির্বাচন কইরনান্নো(হাস্যকরভাবে) তখন ওনারা তো বিপদে পড়বে, সুতরাং আমাকে সহযোগিতা করা ওনাদের নৈতিক ও বাস্তব দায়িত্ব।

‎সম্প্রতি ৮ দলের সমঝোতা চুড়ান্ত পর্যায়ে নতুন ৩টি(এলডিপি, এনসিপি, এবি পার্টি) দল যুক্ত হয়, যার ফলে কোন আসনে কে নির্বাচন করবে সেই হিসাবনিকাশ নতুন করে করতে হচ্ছে।

জামায়াত নেতৃত্বাধীন ৮ দল সম্ভাবনাময় আসনে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কিছু কিছু আসনে জামায়াত ১১দলের প্রার্থীদের (বিজয়ী হবে এমন) জন্য মনোনয়ন জমা দেয়নি। সেই জের ধরেই ফেনী-২ আসন নিয়ে এমন মন্তব্য করেন, যা ইতিমধ্যেই জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে এবং এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow