আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়- আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজীদ সরদার। তিনি তাঁর বক্তব্যে সমাজসেবার গুরুত্ব এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক বদিউল আলম বাবুল, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, মাওলানা সৈয়দ মোঃ ইমরান, সাংবাদিক এইচ এম মাসুম ও মিঠু মধু প্রমুখ। বক্তারা সমাজসেবামূলক কাজে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সাধারণ মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
What's Your Reaction?
মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি