বাংলাদেশে জাতির পিতা একজন নন, ভাসানীসহ অনেকেই জাতির পিতা - নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ
Jul 29, 2025 - 16:46
 0  2
বাংলাদেশে জাতির পিতা একজন নন, ভাসানীসহ অনেকেই জাতির পিতা - নাহিদ ইসলাম

ঐতিহাসিক বিতর্কের জন্ম দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "বাংলাদেশে শুধু একজন জাতির পিতা নন, অনেকগুলো জাতির পিতা রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন মওলানা ভাসানী। ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারতেন না।"

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে দেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত 'জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশে তিনি এই জোরালো দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, "গত ৫৪ বছর ধরে দেশে শুধু একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে। কিন্তু ইতিহাসে মওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষকে সঠিকভাবে স্মরণ করা হয় না।" তিনি মওলানা ভাসানীকে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দিয়ে বলেন, "ভাসানী শুধু বাংলাদেশের নন, তিনি উপমহাদেশের নেতা। আসামে বাঙালি মুসলিম কৃষকদের ভূমি অধিকারের জন্য তাঁর লড়াই আজও প্রাসঙ্গিক। তিনিই কাগমারী সম্মেলনের মাধ্যমে প্রথম পাকিস্তানি শাসকগোষ্ঠীকে বিদায় জানিয়েছিলেন।"

স্বাধীনতার পর ভাসানীর বিখ্যাত উক্তি "আমার পিঞ্জির ভেঙেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়" স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, "আমরা মওলানা ভাসানীর কৃষক-শ্রমিক ও গণমানুষের অধিকার আদায়ের সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।"

সমাবেশে তিনি টাঙ্গাইলের ঐতিহ্য টাঙ্গাইল শাড়িকে ভারতের নামে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির ঘটনায় তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা দেশের তাঁত শিল্পকে পুনরুদ্ধার করতে এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে কৃষকদের সংগঠিত করতে চাই।"

এর আগে, টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থল শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী এবং টাঙ্গাইল জেলার মুখ্য সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থলসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow