থানচিতে শতাধিক অসহায় জটিল রোগীর মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ডাকছৈ, মনাইপাড়া ও আশপাশের দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে শতাধিক অসহায়, গরিব ও জটিল রোগে আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিজিবির ৩৮ বলিপাড়া ব্যাটালিয়নের আয়োজনে এ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, এর তত্ত্বাবধানে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মোট ১০৫ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং ওষুধ দেওয়া হয়।
সেবাটি সরাসরি পরিচালনা করেন ৩৮ বিজিবির আবাসিক চিকিৎসক মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি।
স্থানীয় মংনাইপাড়ার কারবারি থোয়াইসাচিং বলেন, "আমাদের গ্রামের অনেকেই দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত হলেও চিকিৎসার সামর্থ্য ছিল না। বিজিবির এই উদ্যোগে আমরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছি। বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, “সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার মানুষ এখনও আধুনিক চিকিৎসা সেবা থেকে অনেকাংশেই বঞ্চিত। তাই বিজিবি মানবিক দৃষ্টিকোণ থেকে এসব এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর পক্ষ থেকে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
What's Your Reaction?






