ফরিদপুরের আলফাডাঙ্গায় জিপিএ-৫ পাওয়া ১৯ শিক্ষার্থীকে জমকালো সংবর্ধনা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Jul 29, 2025 - 16:57
Jul 29, 2025 - 17:29
 0  35
ফরিদপুরের আলফাডাঙ্গায় জিপিএ-৫ পাওয়া ১৯ শিক্ষার্থীকে জমকালো সংবর্ধনা

মেধার দ্যুতি আর উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এই শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে একটি অভিভাবক সমাবেশেরও আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, "শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাই সময়কে কাজে লাগিয়ে পড়ালেখায় মনোযোগী হতে হবে এবং নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, "শুধু শিক্ষকরাই নন, অভিভাবকদেরও সচেতন হতে হবে। আপনার সন্তান সময়মতো বিদ্যালয়ে যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা এবং সঠিক সময়ে বাড়ি ফিরছে কিনা, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।" এসময় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিলন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর ইসলাম লাভলু, সহকারী শিক্ষক মো. আবুল বাশার শেখ এবং অভিভাবক ও সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ মেহেরুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখতে এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে একটি নিবিড় সেতু বন্ধন প্রয়োজন।

সবশেষে, এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ১৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সভাকক্ষ এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow