ভাড়াটিয়ার শিশুকে ধর্ষণে বাড়িওয়ালার ছেলের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 29, 2025 - 17:02
 0  6
ভাড়াটিয়ার শিশুকে ধর্ষণে বাড়িওয়ালার ছেলের যাবজ্জীবন

ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সাইফুর রহমান উজ্জ্বল (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই যুগান্তকারী রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কঠোর পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান উজ্জ্বল শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়কের মহিউদ্দিন সরদারের ছেলে এবং নির্যাতিতা শিশুটির পরিবারের বাড়িওয়ালা।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, নির্যাতিতা শিশুটির পরিবার আসামি উজ্জ্বলের বাবার বাড়িতে ভাড়া থাকতো। ২০২৩ সালের ২১ অক্টোবর গভীর রাতে উজ্জ্বল সেই ভাড়াটিয়ার ১১ বছর বয়সী শিশু কন্যাকে ফুসলিয়ে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরে বাড়ির পাশের একটি মাঠে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এই পাশবিক নির্যাতনে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় শিশুটির বাবা মো. রুবেল বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ এবং উপস্থাপিত প্রমাণাদির ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায় প্রদান করেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow