ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 27, 2025 - 12:58
 0  2
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম ইসলামের সঞ্চালনায় এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল।

এছাড়া আয়োজনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর শাখার নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন 'নাট্যকুঞ্জ'-এর প্রতিনিধিবৃন্দ, ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “বৈশাখী টেলিভিশন দীর্ঘ দুই দশক ধরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন পরিবেশন করে আসছে। সাধারণ মানুষের অধিকার এবং সুখ-দুঃখের কথা বলে টেলিভিশনটি আজ সবার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।” আগামীতেও চ্যানেলটি এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ ও উপস্থিত সবাই মিলে কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow