সদরপুরে সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদ খানের বিদায় সংবর্ধনা
ফরিদপুরের সদরপুর উপজেলায় সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত মোঃ ওয়াহিদ খানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তাঁর দীর্ঘদিনের সহকর্মী এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সম্মিলিতভাবে এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে সদরপুর ও আকটেরচর ক্লাস্টারের শিক্ষকদের উদ্যোগে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ ও রূপা ঘোষ।
মোঃ মিজানুর রহমান ও এন ইউ প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়াহিদ খান একজন অত্যন্ত সৎ, ধর্মভীরু ও মেধাবী কর্মকর্তা ছিলেন। কর্মক্ষেত্রে তিনি সর্বদা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর একনিষ্ঠ কর্মস্পৃহা সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজিদ খান, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ