আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকবিরোধী যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজি রুদ্রবানা গ্রামের কিবরিয়া বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাসদস্যরা সরাসরি অংশ নিয়ে আটক ব্যক্তিদের পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মো. আল আমীন ওরফে নাজমুল (৩৩) এবং কিবরিয়া শেখ (৩৫)-কে আটক করে। তল্লাশির সময় কিবরিয়ার প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬০ পিচ ইয়াবা, এবং আল আমীন ওরফে নাজমুলের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সর্বমোট ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৫,০০০ টাকা, কয়েকটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করে সেনাসদস্যরা বোয়ালমারী আর্মি ক্যাম্পে নিয়ে যান।
অভিযুক্ত মো. আল আমীন ওরফে নাজমুল আরাজি রুদ্রবানা গ্রামের মো. শাহিদ শেখের ছেলে এবং একই গ্রামের মৃত গরিব হোসেন শেখের ছেলে কিবরিয়া।
রাতে দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর শনিবার (৬ ডিসেম্বর ২৫) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাজালাল আলম বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ