বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগরের কর্মী সম্মেলন ও প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 5, 2025 - 17:57
 0  1
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগরের কর্মী সম্মেলন ও প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) শহরের পশ্চিম খাবাসপুরস্থ দারুস সালাম ফজলুল উলুম মাদ্রাসায় এ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর শাখার আহ্বায়ক মাওলানা নাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শেখ মোহাম্মদ হেলাল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মাওলানা আবুল হোসাইন (উপদেষ্টা, ফরিদপুর জেলা শাখা), জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওলানা সোবহান মাহমুদ এবং মাওলানা আবু বকর সিদ্দিক।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি আবু নাসির আইয়ুবী। এছাড়া বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান।

অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সম্মেলনে সংগঠনের কার্যক্রম জোরদার ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow