ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) আদলে স্বতন্ত্রতা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে।
শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় শহরের বায়তুল আমান ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ আমান উল্লাহ খান। আরও বক্তব্য দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মোঃ খালেদ সাইফুল্লাহ ও আতিকুর রহমান।
এ সময় শিক্ষার্থী মোহাম্মদ আমানুল্লাহ খান, বেদওয়ান মিয়া সৌরভ, সাইফ আহমেদ শুভসহ কলেজের আরও অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সূচনালগ্ন থেকেই একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একাডেমিক কাঠামো এবং অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে প্রশাসনিক পরিচালনার দ্বৈত কাঠামোতে চলছে। এ কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়হীনতা চরম আকার ধারণ করেছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে নানা জটিলতা ও অনিশ্চয়তায় ভুগছে।
তারা বলেন, "আমরা এই অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটির আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের দাবি জানাচ্ছি।" দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে ও স্লোগান দেন তাদের দাবির সমর্থনে।
What's Your Reaction?






