কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমল হোসেন সরদার (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে ঝালকাঠি স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কাউখালীর গোসনতারা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আজমল হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আটক করে।
ওসি আরও জানান, গ্রেফতারের পর সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
What's Your Reaction?






