সাবেক চেয়ারম্যানের বাড়িতে ভেজাল কসমেটিকসের সাম্রাজ্য! সেনাবাহিনীর অভিযানে পর্দাফাঁস

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 17, 2025 - 22:23
 0  7
সাবেক চেয়ারম্যানের বাড়িতে ভেজাল কসমেটিকসের সাম্রাজ্য! সেনাবাহিনীর অভিযানে পর্দাফাঁস

বিখ্যাত সব ব্র্যান্ডের মোড়কে ভেতরের পণ্য সবই নকল! শিশুদের অলিভ অয়েল থেকে শুরু করে বিউটি ক্রিম, বডি স্প্রে—সবই তৈরি হচ্ছিল বিষাক্ত কেমিক্যাল দিয়ে। মুন্সীগঞ্জের শ্রীনগরে এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে গড়ে ওঠা এমনই এক নকল প্রসাধনীর বিশাল কারখানায় হানা দিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে কারখানার ভেতরের দৃশ্য দেখে চোখ কপালে ওঠে কর্মকর্তাদের। উপজেলার ষোলঘর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল কালাম খানের বাড়িতে ভাড়া থেকে এই অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছিল ইয়াসিন (৩৫) নামের এক ব্যক্তি।

সেনা সদর দপ্তরের ৯৯ কম্পোজিট ব্রিগেডের মেজর ইহসানের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে দুটি টিনশেড ঘর থেকে উদ্ধার করা হয় প্রায় ২৪ ধরনের নকল কসমেটিকস। এর মধ্যে ছিল হাজার হাজার বোতল অলিভ অয়েল, হেয়ার অয়েল, গ্লিসারিন, বডি স্প্রে, বিভিন্ন পাকিস্তানি ক্রিম, মেহেদি, এমনকি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কনডমও। এছাড়াও জব্দ করা হয় ৭০০ লিটার তেল, ক্রিম তৈরির মেশিন এবং হাজার হাজার খালি বোতল ও প্যাকেট। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

অভিযান শেষে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। নকল কারখানা পরিচালনার দায়ে মূল হোতা ইয়াসিনকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। লালমনিরহাটের বাসিন্দা ইয়াসিন প্রায় ১৫ বছর ধরে শ্রীনগরে ভাড়া থেকে এই রমরমা ভেজাল ব্যবসা চালিয়ে আসছিল।

পরে জব্দকৃত বিপুল পরিমাণ মানবদেহের জন্য ক্ষতিকর কসমেটিকস ও তৈরির সরঞ্জাম জনসম্মুখে ধ্বংস করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow