তরুণরা উদ্যোক্তা হলে সরকার ও প্রশাসন পাশে থাকবে

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 18, 2025 - 18:09
 0  13
তরুণরা উদ্যোক্তা হলে সরকার ও প্রশাসন পাশে থাকবে

দেশ, রাষ্ট্র, সমাজ ও প্রতিষ্ঠানের পরিবর্তনের ইতিহাসে তরুণদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেছেন, “তরুণরা উদ্যোক্তা হলে সরকার ও উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। চাকরির পেছনে না ছুটে তরুণরা যদি শিল্প-কারখানা ও নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান তৈরি করে, তবে সমাজ থেকে বৈষম্য কমবে এবং পরিবর্তন আসবে।”

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় থানচি উপজেলা মাল্টিপারপাস হলরুমে স্থানীয় উন্নয়ন সংগঠন বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর উদ্যোগে এবং ডিয়াকোনিয়া বাংলাদেশের সহযোগিতায় “ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ্যের বিচিত্র শক্তিই পারে সমৃদ্ধ দেশ গড়তে” প্রতিপাদ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনকেএস নির্বাহী সদস্য নেমকিম বম এবং সঞ্চালনা করেন উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি প্রেস ক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, সাবেক চেয়ারম্যান উবামং মারমা ও ফায়ার ডিফেন্স কর্মকর্তা রাশেদুল হক মৃধা।

এ ছাড়া বক্তব্য রাখেন অংসিংথোয়াই মারমা, থংএ খুমী, সিনয়া ম্রো ও উথোয়াইওয়াং মারমা।

সমাবেশে অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও স্নাতকোত্তর তরুণ-তরুণীসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow