বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ ও দুর্নীতি বন্ধের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রবিবার (৩ আগস্ট) দুপুরে জনসাধারণের ব্যানারে চন্দনা ব্রিজ সংলগ্ন সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গওছেল আজম গহের, মিরাজুল ইসলাম মিরাজ, নবিয়াল ফকির, এনামুল ইসলাম এনাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বালিয়াকান্দি সাব রেজিস্ট্রি অফিসে সরকারি ফি-এর চেয়ে প্রায় চার গুণ বেশি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করতে হয়। সমিতির সিন্ডিকেটের কারণে নিরীহ জমি ক্রেতা ও বিক্রেতাদের সর্বস্বান্ত হয়ে বাড়ি ফিরতে হয়। এভাবে জনসাধারণ সরকারি ফি দিয়ে জমি ক্রয়-বিক্রয় থেকে বঞ্চিত হচ্ছে।
তারা অবিলম্বে এই সিন্ডিকেটের সকল সদস্যকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
What's Your Reaction?






