ফরিদপুরে রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 3, 2025 - 16:06
 0  0
ফরিদপুরে রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘রেমিটেন্স যোদ্ধা দিবস’। এ উপলক্ষে শনিবার (২ আগস্ট) ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, প্রবাসী কল্যাণ কেন্দ্রের পরিচালক আশিক সিদ্দিকী, প্রবাসী কল্যাণ ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মাহমুদা সুলতানা এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সমন্বয়কারী খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের অবদান অপরিসীম। দেশের উন্নয়নে রেমিটেন্স বিগত দিনের মতো এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে রেমিটেন্স প্রাপ্তির দিক থেকে বাংলাদেশ বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে। তারা প্রবাসীদের প্রতি আহ্বান জানান— বৈধ পথে বিদেশ গমন, স্থানীয় আইন মেনে চলা এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে অর্থ লেনদেন করার জন্য। অবৈধ হুন্ডির মাধ্যমে লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেন বক্তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিটেন্স প্রেরণই করেননি, বরং দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে বিদেশে থেকেও বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এই আন্দোলনে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অনেক দেশ তাদের এই আন্দোলনকে সমর্থন করলেও, কয়েকটি দেশে অংশগ্রহণকারীদের কারাভোগ করতে হয়েছে। জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে, যেখানে লাখো মানুষ অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছিল।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং চারজন রেমিটেন্স যোদ্ধাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow