ফরিদপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দফা মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন তালুকদার। বক্তব্য রাখেন নুর আব্দুল্লাহ সাঈদ দাড়া, সুধীন সরকার মঙ্গল, অ্যাডভোকেট মানিক মজুমদার, আব্দুর রহমান লাল্টু, অজিত বিশ্বাস, জাহানারা বেগম, হাসেম শেখ ও বাচ্চু মেম্বার প্রমুখ।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও এখনো কোনো পর্যাপ্ত ক্ষতিপূরণ পায়নি। তাই তারা দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
What's Your Reaction?






