ফরিদপুরে ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন

ফরিদপুরে জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলার ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় মার্কেট ও সোনালী ব্যাংকের মোড়ে ফরিদপুর পৌর এলাকার ফাবিহা ল্যান্ড কনসালটেন্সি ফার্ম (১৭ নম্বর লাইসেন্স) এবং অনলাইন ভূমি সেবা কেন্দ্র (১৬ নম্বর লাইসেন্স) — ইমরান হোসেন ও নাজমুল হাসান ফাহিম পরিচালিত ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’-এর ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল এবং অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার দত্তসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন থেকেই জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, “জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ হচ্ছে সরকার নির্ধারিত নির্দিষ্ট পয়েন্ট, যেখান থেকে সাধারণ জনগণ সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে তা পাবেন।
ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান ও মৌজা ম্যাপ আবেদন, কবুলিয়ত ফরম পূরণ ও জমা, অর্পিত সম্পত্তি ও পরিত্যক্ত সম্পত্তির লিজ নবায়নের আবেদন, মিসকেস আবেদনসহ বিভিন্ন ভূমি সেবা এই কেন্দ্রগুলো থেকে সরাসরি নেওয়া যাবে বলে জানান তিনি।
What's Your Reaction?






