আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 3, 2025 - 15:15
 0  5
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা গ্রেপ্তার

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের স্বজনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা শরীফুল ইসলাম মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০২ আগস্ট) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মাদক ও জমি দখলের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম মোল্লা আশুলিয়ার জামগড়া এলাকার মো. ওয়াহেদ মোল্লার ছেলে এবং আশুলিয়া থানা যুবলীগের সদস্য বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনের দায়ের করা মামলার পর গত ৫ আগস্ট থেকে গা ঢাকা দিয়েছিলেন শরীফুল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশ নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ট্রাফিক বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা শরীফুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে পাঠানো হবে।”

শরীফুলের গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এসআই মাসুদ আল মামুনসহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে এই মাদক কারবারির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow